বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে লফস এর সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বীজ ও সার বিতরণ করেছে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।

সোমবার ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর সহযোগিতায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চর খিদিরপুর এলাকায় ৪৫ টি পরিবারের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের আইনজীবী ও লফস এর আইন সম্পাদক শাহীনুল হক মুন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, পিনাকল স্টাডি হোমের শিক্ষিকা সুপর্না ভদ্র ও চামেলী খাতুন সহ সংস্থার প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, সুপারভাইজার সুলতানা রিজিয়া।

অনুষ্ঠানে বীজ ও সার ছাড়াও তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
স/শ