বন্ধু দেশগুলোর কাছে আমেরিকার ভাবমূর্তি অটুট, আফগানিস্তান ইস্যুতে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকা যখনই আফগানিস্তান ছাড়তো তখনই এরকম একটা ঝামেলা হতো, এটা জানাই ছিল। তবে এত তাড়াতাড়ি আফগানিস্তানের সেনাবাহিনী যে অস্ত্র ছেড়ে দেবে, এটা বুঝতে পারিনি।

বাইডেন দাবি করেন, আমেরিকার বিশ্বাসযোগ্যতা এখনও বন্ধুদেশগুলোর কাছে অটুট রয়েছে। বরং ভাবমূর্তি আরও উন্নত হয়েছে।

তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যাওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন বাইডেন।

এ সময় মার্কিন রাষ্ট্রপতি বারবার আফগানিস্তান থেকে নিজের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করার চেষ্টা করেন।

এদিকে, আগামী ৩১ আগস্টের আগে খুব সম্ভবত সরকার গঠন করবে না তালেবান। ততদিনে মোটের ওপর সব মার্কিনিকে আমেরিকায় ফিরিয়ে নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন বাইডেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন