বন্দর নগরী ওডেসায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

এবার কৃষ্ণ সাগরের উপকূলবর্তী ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। রবিবার সকালে এই হামলা চালানো হয়।

স্থানীয় গণমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

তবে স্থানীয় গণমাধ্যম এবং রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শীর বরাতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি ওই নগরীর কর্তৃপক্ষ।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, এই ক্ষেপণাস্ত্রগুলো ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ আঘাত হেনেছে। তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পরে রাশিয়া জানিয়েছে, তারা ওই অঞ্চলে অবস্থিত তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালিয়েছে, যেখান থেকে ইউক্রেন তার সৈন্যদের জ্বালানি সরবরাহ করছিল।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে সোমবার ৪০তম দিনে গড়িয়েছে এই রুশ বাহিনীর এই অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিলেও কিয়েভ ও এর পাশ্ববর্তী এলাকা এবং চেরনিহিভ থেকে এখন পিছু হঁটছে রুশ বাহিনী। রাশিয়ার দাবি, ডোনবাসে মনোযোগ দিতেই পিছু হঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন