বদলগাছীর কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ২৫ জুলাই এ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।
জানা যায়, নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেন দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত কোলা ইউনিয়নের চেয়ারমান ইস্কেন্দার মির্জা বাচ্চু। ২৫ জুলাই ভোট গ্রহণের দিন সেই রিটের শুনানির দিন ধার্য হয়।
যেহেতু ভোটের দিন রিটের শুনানি হবে সেইজন্য নির্বাচন কমিশন কোলা ইউনিয়ন উপ-নির্বাচন স্থগিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য একটি চিঠি উপজেলা নির্বাচন অফিস বরাবরে প্রেরণ করে।
সোমবার (২২ জুলাই) বিকালে নির্বাচন স্থগিতের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রার্থীরা প্রচার-প্রচারনা বন্ধ করেন।
এদিকে এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় প্রার্থীদের পোস্টার ছেঁড়া-ছিঁড়ির ধুম পড়ে যায়। এক শ্রেনীর উৎসুক জনতা এ পোস্টার ছিড়ে ফেলে।
ইউপি চেয়ারম্যান ইস্কেন্দার মির্জা বাচ্চু দুর্নীতির দায়ে গত ২ মে চূড়ান্তভাবে বহিষ্কার হয়। এরপর কোলা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। যেখানে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
স/শা