বছরপূর্তিতে কমকর্তা-কর্মচারীদের সাথে রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাকরির এক বছর পূর্তি উপলক্ষে কমকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার। আজ মঙ্গলবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানান ম্যাজিস্ট্রেসিতে কর্মরত কমকর্তা-কর্মচারীরা। এসময় তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

এর আগে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুয়েল অধিকারীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন ম্যাজিস্ট্রেসির স্টেনোগ্রাফার এসএম নূরে কামাল, বেঞ্চ সহকারী মো. শামিউর রহমান, নাজির মো. মোশারফ হাসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. আনিছুর রহমান ও বিদ্যুৎ ম্যাজিস্ট্রেট মো. আসাফ-উদ-দৌলা। তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের জন্য চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদারের ভূয়শী প্রশংসা করেন।

এসময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার গত বছরের ন্যায় আগামীতে যেকোনো কাজে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। এসময় তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনাও দেন তিনি।

 

স/শা