বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি: রাজশাহী পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে আয়োজিত উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা নকআউট ভিত্তিক সেমিফাইনাল খেলায় রিভারভিউ কালেক্টরেট স্কুল ৬-০ গোলে লোকনাথ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে।

দিনের অন্য সেমিফাইনাল খেলায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল ৪-০ গোলে আল হিকমা মুসলিম একাডেমীকে হালিয়ে ফাইনালে উঠে। বিকেলে ফাইনাল খেলায় গতকাল বৃহস্পতিবার শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল ৫-০ গোলে রিভারভিউ কালেক্টরেট স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বিজয়ী দলের সাকিল, হাবিব, মিনহাজ, আফিম ও তাজমুল ১টি করে গোল করেন। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুলের তাহমিদুর রহমান সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এই চ্যাম্পিয়ন ও রানার আপ দল চুড়ান্ত পর্বে অংশ গ্রহন করবে । খেলা শেষে চ্যাম্পিয়ন,রানারআপ ও সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন উত্তরাঞ্চলের পোস্ট মাষ্টার জেনারেল মোঃ সফিকুল আলম।

এর আগে তিনি বলেন একজন ভালো খেলোয়াড় হতে হলে নিয়মিত প্রশিক্ষনে অংশ নিতে হবে ও প্রাক্তন জাতীয় হকি খেলোয়াড়গনকে অনুসরন করতে হবে তাছাড়াও নিজের আগ্রহ থাকতে হবে যে তবেই একজন খেলোয়াড় শ্রেষ্ঠ খেলোয়াড়ে পরিনত হবে।

এছাড়াও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এভিপি মুসফিকুর রহমান,বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী।

এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ সিরাজুর রহমান খান, কো-অর্ডিনেটার ও জেলা হকি সমিতিরি সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতনসহ অন্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স/আর