বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট: ফায়টার রাজশাহী ও বাংলা ট্র্যাকের জয়

May be an image of 1 person, standing and grass

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে রাঙাপরি ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’ এ আজ বুধবার দুটি খেলা অনুষ্টিত হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশন সার্বিক সহযোগীতায় রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সকাল সোয়া  ৯ টায় প্রথম খেলায় মা অটো ব্রিকস”কে হারিয়ে ফাইটার রাজশাহী” জয় পেয়েছে।

প্রথম খেলায় টসে জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেয় “ফায়টার রাজশাহী ” ক্লাব। নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান সংগ্রহ করে “মা অটো ব্রিকস ” ক্লাব। বিপরীতে ২০ ওভার ৬ উইকেট হাতে রেখে ১৬১ রান তুলে জয় লাভ করে “ফায়টার রাজশাহী” ক্লাব।
ম্যান অফ দ্যা ম্যাচ : মিজান।
একই মাঠে বেলা সোয়া ১টায় দিনের অন্য খেলায়  “কুমাড়পারা রাইডার্স”কে হারিয়ে জয় পায় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি “।
May be an image of 5 people and people standing
খেলায় নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান সংগ্রহ করে “* কুমাড়পারা রাইডার্স ” ক্লাব।  বিপরীতে ১৮ ওভার ৪ বলে ৮ উইকেট হাতে রেখে ১৭৩ রান তুলে জয় লাভ করে ” বাংলা ট্র্যাক” ক্রিকেট একাডেমী।
ম্যান অফ দ্যা ম্যাচ : সাব্বির হোসেন।
আগামিকাল ২৮ জানুয়ারী বৃহস্পতিবার রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দুইটি খেলা অনুষ্ঠিত হবে।
ম্যাচ -৪ সময় সকাল ৯.১৫ টায় মুখোমুখি হবে ” মা অটো ব্রিকস” ও “এমএস অ্যাভেঞ্জার্স”
ম্যাচ -৫ সময় দুপুর ১.১৫ টায় মুখোমুখি হবে *”ফাইটার রাজশাহী” ও ” বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি “

উল্লেখ্য, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দল নিয়েছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, কুমারপাড়া রাইডার্স, ফাইটার রাজশাহী, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, মা অটো ব্রিকস, বাংলা ট্রাক ক্রিকেট একাডেমী ও এমএস এ্যাভেঞ্জারস। এই ছয়টি টিমের ৮৪ জন ক্রিকেটার অংশগ্রহণ করছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেনেন্ট জাতীয় দলের খেলোয়াড় ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, সাব্বির হোসেন রুম্মান, সাঞ্জামুল ইসলাম, সাকলাইন সজিব প্রমুখ খেলছেন।