মঙ্গলবার , ১৫ আগস্ট ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বঙ্গবন্ধুর ৬ খুনি কোথায়?

Paris
আগস্ট ১৫, ২০১৭ ১১:৪২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ৬ খুনির ২ জনের অবস্থা নিশ্চিত হতে পারছে না সরকারের সংস্থাগুলো। খন্দকার আব্দুর রশিদ এবং আব্দুল মাজেদের অবস্থান নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এ ঘটনায় কয়েকটি মন্ত্রণালয় এক সঙ্গে কাজ করছে। গঠন করা হয়েছে ট্রাস্কফোর্স। খুনিরা যে সব দেশে অবস্থান করছে বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ অব্যাহত আছে। একজন আইনজীবী দিয়ে আইনি মোকাবিলা চলছে।’

খুনিদের ফেরত আনার ব্যাপারে আন্তর্জাতিক কোন চাপ আছে কিনা- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেখেন চাপ নেই। তবে আন্তর্জাতিক অনেক বাধ্যবাধকতা আছে। ওইসব দেশগুলোতে আইনি প্রক্রিয়ার সঙ্গে মানবাধিকার গুরুত্বের সঙ্গে দেখা হয়। আবার দেশের নাম জানলেও নির্দিষ্ট করে কোন জায়গায় আছে তা জানা যাচ্ছে না। তারপরও চেষ্টা চলছে খুনিদের দেশে এনে বিচার করার।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, চার খুনির মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে, মোসলেমউদ্দিন জার্মানিতে, শরীফুল হক ডালিম স্পেনে ও নূর চৌধুরী কানাডায় সম্ভাব্য অবস্থান করছে। তবে তারা মাঝে মধ্যেই বিভিন্ন দেশে যাতায়াত করে বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে।

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) মাহাবুবুর রহমান ভূঁইয়া রাইজিংবিডিকে বলেন, ‘খুনিদের দেশে আনতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহযোগিতা অনেক আগেই চাওয়া হয়েছে। কিছুদিন আগেও এ ব্যাপারে তথ্য চাওয়া হয়। সেখান থেকে পাওয়া তথ্য নিয়ে কাজ চলছে। খুনিদের সম্পর্কে আরও তথ্য ইন্টারপোলের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে।’

১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার পর সরকার গঠন করে। সেই সরকার ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার শুরু করে। এই অধ্যাদেশের জন্য এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার বাধাগ্রস্ত হয়। সর্বোচ্চ আদালত আপিল ডিভিশনের রায়ের পর ২০১০ সালে বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্তদের মধ্যে পাঁচজনের মৃত্যুদ- কার্যকর করা হয়।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি