বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে লালপুরে আলোচনা সভা

লালপুর প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও লালপুর নাগরিক কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এটি অনুষ্ঠিত হয়।

লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে লালপুর নাগরিক কমিটির আহবায়ক খায়রুল বাশার ভাদুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। প্রধান আলোচক ছিলেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। বক্তব্য দেন লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, লালপুর নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ, নাটোর জেলা পরিষদের সদস্য ও লালপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মতিউর রহমান মতি, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু।

উপস্থিত ছিলেন লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ার হেসেন নান্টু, লালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজবার হোসেন, যুগ্ম সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল, আলাউদ্দীন আলাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা আছিয়া জয়নুল বেনু, সদস্য আব্দুস সাত্তার হিরু, নাটোর জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন কুটি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নান্নু, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গোলাম কিবরিয়া প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সঞ্চালনায় ছিলেন লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল হাসান তনু ও শিক্ষক শাহীন ইকবাল।

স/শা