বঙ্গবন্ধুর শতবার্ষিকি উপলক্ষে রাজশাহী বিভাগীয় নারী বাস্কেটবল প্রশিক্ষন শিবির শুরু

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিভা অন্বেষণ কর্মসুচির আওতায় রাজশাহীতে বিভাগীয় নারী বাস্কেটবল প্রশিক্ষন শিবির শুরু হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় জেলা জিমনাসিয়ামে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের অর্থায়নে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষন শিবির শুরু হয়।

প্রশিক্ষন দিবেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের প্রশিক্ষক মোঃ আয়ুব আলী টিংক। তাকে সহযোগিতা করবেন স্থানীয় প্রশিক্ষক মোঃ পিয়াস।

এর আগে তিনি বলেন খেলাধুলায় প্রশিক্ষনের বিকল্প নাই কাজেই কাজেই পড়া লিখার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষন গ্রহন করতে হবে। তোমরা জেনে খুশি হবে মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়ামোদী মানুষ। তিনি খেলোয়াড়দের সম্মান করে থাকেন। বঙ্গবন্ধুও একজন ফুটবল খেলোয়াড় ছিলেন এককথায় তারা পারিবারিকভাবে খেলোয়াড় প্রেমিক ছিলেন।

বিশেষ অতিথির ব্ক্তব্য দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শাসুজ্জামান রতন। বিভাগীয় ক্রীড়া সংস্থার ও বাস্কেটবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মোঃ খায়রুল আলম ফরহাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ আকবর আমিন বিদুৎ। এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ আমান, বাস্কেটবল সম্পাদক মোঃ মোমিনুল আলম,হকি সম্পাদক মোঃ তেšফিকুর রহমান রতনসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাস্কেটবল প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার।