বঙ্গবন্ধুর ভাষণ ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’: বাগাতিপাড়ায় আ.লীগের শোভাযাত্রা

বাগাতিপাড়া প্রতিনিধি

বঙ্গবন্ধুর ৭-ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় নাটোরের বাগাতিপাড়ায় আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রেববার বিকাল পাঁচটায় উপজেলার তমালতলার চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শামীম আহম্মেদ সাগর, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, দপ্তর সম্পাদক জামিলুর রহমান বাবু, সদস্য আখতার হোসেন রুবেল, সাবেক পাঁকা ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ, সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান আঃ কুদ্দুস, উপজেলা যুবলীগ সভাপতি নাসিম মাহমুদ, এডভোকেট হাসান সৈকত সহ অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীনতার জন্য এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল এবং জাতিকে স্বাধীনতার জন্য প্রয়োজনে জীবন দিতেও উদ্বেলিত করেছিল। তা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

স/বি