বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রবিবার(২৮ ফেব্রুয়ারি)  সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা পৌঁনে ১২টার দিকে বেলুন-ফেস্টুন উড়িয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করে রাজশাহী বিআরটিএ।

উদ্বোধনকালে বিআরটিএ রাজশাহী বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) শেখ আশরাকুর রহমান, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) স্বদেশ কুমার দাশ, রাজশাহী জেলা পুলিশের টিআই-১ (প্রশাসন) মো. মাহমুদুল নবী, রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ), এ.এস.এম কামরুল হাসান, মোটরযান পরিদর্শক মো. মোশারফ হোসেন ও মো. শাহজামান হক এবং অফিস কর্মকর্তা মিজানুরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে বিআরটিএ’র সার্ভিস পোর্টলের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরযানের রেজিস্ট্রেশন পাওয়া যাবে। পাশাপাশি বিআরটিএ’র অন্যান্য কার্যক্রম এই সেবার আওতায় থাকবে বলে জানিয়েছেন উপ-পরিচালক শেখ আশরাকুর রহমান। রবিবার সকাল থেকে শুরু হওয়া বিশেষ সেবা সপ্তাহ আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানান ওই কর্মকর্তা।

স/জে