বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাউয়েট ক্যাম্পাসে বৃক্ষ রোপণ

বাগাতিপাড়া  প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে একটি ফলজ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১৭৫টি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগিয়ে এ কর্মসূচী পালন করা হয়।

প্রধান অতিথি বলেন, ‘সামাজিক বনায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বাউয়েট ক্যাম্পাসেও এই কর্মসূচী পালন করা হচ্ছে।কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লে. কর্ণেল শেখ শামীম হোসেনসহ, সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ এ কর্মসূচীকে অংশ নেন।

স/আ.মি