বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়েছে: আল মাহমুদ স্বপন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

যদি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হতো তাহলে এতদিন বাংলাদেশ নিজের পায়ে মাথা উচু করে দাঁড়াতে পারতো। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়েছে। আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাতাদত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা যুবলীগের উদ্যোগে শোকসভায় মুক্তমঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, আওয়ামী লীগ করার মধ্য দিয়ে মানুষের প্রকৃত বন্ধু হয়ে যেদিন এ দেশের মাটি-মানুষের সাথে মিশে যেতে পারবো, সেদিনই আমরা বঙ্গবন্ধুকে প্রকৃত শ্রদ্ধা জনাতে পারবো।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা ও সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন।

ভিডিও দেখুন…

স/শা