বগুড়ায় রিক্সাচালক খুনের ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ৩ছিনতাইকারী গ্রেফতার

বগুড়া সংবাদদাতা :
বগুড়ায় ঈদের পরের দিন ভোর রাতে রিক্সাচালক জলিল ছিনতাইকারীদের হাতে নিহত হওয়ার ঘটনার সাথে জড়িত ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার  ভোর রাতে  গুলিবিদ্ধ অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার সিরাজের পুত্র তপন ও একই এলাকার আব্দুল জব্বারের পুত্র লিটন ও ওই এলাকার স্বপন।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানায়, বগুড়া শহরের করোনেশন স্কুলের সামনে ঈদের পরের দিন রাতে জলিল নামে এক রিক্সাচালক বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হাতে নিহত হয়। এ ঘটনার সাথে জড়িত ৩ ছিনতাইকারী শহরের কাটনারপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে ছিনতাইকারীরা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ  তাদের ধরতে শটগান দিয়ে গুলি ছুরলে  ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ অবস্থায় ৩জন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ । গুলিবৃদ্ধ আহত ছিনতাইকারীকে বগুড়া শহিদজিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 

গ্রেফতারকৃতরা  তিন জনই ঐ এলাকার পেশাদার ছিনতাইকারী বলেও পুলিশ দাবি করেছেন ।

স/অ