বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ায় মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ লিটন ওরফে রিগ্যান (৩২) মারা গেছেন।

মঙ্গলবার ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। সোমবার দিবাগত রাত ২টার দিকে শহরের মাটিডালী বিমান মোড়ের পাশে কমার্স কলেজসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হন লিটন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশের দাবি, ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় বসবাস করে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন লিটন। ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা এবং ঘটনাস্থল থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

লিটনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পাঁচটি মামলা রয়েছে। তিনি শহরের চকসূত্রাপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, একদল মাদক ব্যবসায়ী মাটিডালী বিমান মোড়ের পাশে কমার্স কলেজসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন ও তার সহযোগীরা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে গ্রেফতার করে।

পরে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে চিকিৎসাধীন লিটন মারা যান।