বগুড়ায় ফের স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন প‌রিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ফের নির্বাচিত হয়েছেন মেহেরুল ইসলাম। অটোরিকশা প্র‌তীক নিয়ে ২,২৫৪ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৯১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
সোমবার (২১ জুন) রাত ৮টায় উপজেলা কন্ট্রোল রুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রুহুল আমিন ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ারুল করিম তালুকদার (আনারস) পেয়েছেন ১,৯৬৩ ভোট।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

ঘোষিত ফলাফল অনুসারে অপর ৪ প্রার্থীদের মধ্যে – স্বতন্ত্র প্রার্থী শফির উদ্দীন (মোটরসাইকেল) পেয়েছেন ১,৯২৭ ভোট। জাতীয় পার্টির অশোক কুমার দেব (লঙ্গল) ১,৫৪৮। ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মিনহাজুল ইসলাম (হাতপাখা) ৫১৪, আওয়ামী লীগ মনোনীত আব্দুর রাজ্জাক টিপু (নৌকা) ২৭৩ ভোট পেয়েছেন ।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রুহুল আমিন জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে চলা নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসারসহ আইনসৃঙ্খলা বাহিনি মোতায়েন ছিল। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সদস্য পদে (মেম্বার) মোট ২৭জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সাধারণ সদস্য পদে ৯জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩জন নির্বাচিত হয়েছেন।

স/রি