বগুড়ায় ফুটবল খেলা নিয়ে মাঠে সংঘর্ষ,আহত ১০

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে রাশেদুল ইসলাম ও আসাদুজ্জামান নামের দুই জন দর্শক গুরুত্বর আহত হয়েছেন। উপজেলার চাঁপাপুর ইউপির বাহাদুরপুর গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায় আহত রাশেদুলের দায়েরকরা মামলায় ১০ জনকে আসামী করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও মামলাসূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরপুর গ্রামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সে টুর্নামেন্টে বুধবার বিকেলে পালংকুড়ী ও বিহিগ্রামের মধ্যে সেমিফাইনাল খেলা শুরু হয়। খেলায় রেফারি আরিফুল হক গোল নিয়ে ভুল সিদ্ধান্ত দিয়েছেন এমন অভিযোগ ওঠে। এতে বিহিগ্রাম দলের খেলোয়ারদের সাথে রেফারির গোন্ডগোলের এক পর্যায়ে খেলা পরিচালনা কমিটির লোকজনদের সাথে মারপিট শুরু হয়।এতে দুপক্ষের মারপিটে অন্তত ১০জন আহত হন।

এদের মধ্যে বিহিগ্রামের দর্শক রাশেদুল ইসলাম ও আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করা হয়। রাশেদুল গুরুত্বর আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত রাশেদুল বাদী হয়ে ওইদিন রাতেই চাপাপুরের রফিকুল ইসলামের ছেলে মিলন (৩০), জাবেদ আলীর ছেলে রকি (২৭), আখের আলীর ছেলে রানা (২৬), আহম্মেদ আলীর ছেলে আরিফ (৩২), লাল্টুর ছেলে সাগর (২৮), মিঠুর ছেলে সুমন (৩৩), শাহাদতের ছেলে শাহিনুরসহ (৩২) আরো অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলা বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স/জে