বগুড়ায় আইসোলেশনে থাকা আরও একজনের মৃত্যু

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আবদুল হান্নান (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি ডায়াবেটিস, নিউমোনিয়া ও মস্তিষ্ক রক্তক্ষরণ নিয়ে ভর্তি হন এবং শুক্রবার সকালে মারা যান।

এ নিয়ে আইসোলেশনে চারজনের মৃত্যু হল। তবে আগের তিনজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল এর সত্যতা নিশ্চিত করেছেন।

আইসোলেশন ইউনিট সূত্র জানায়, মৃত আবদুল হান্নান বগুড়ার গাবতলীর হাতিবান্ধা গ্রামের মৃত ফজেক আলীর ছেলে। তিনি বৃহস্পতিবার মস্তিষ্ক রক্তক্ষরণ নিয়ে শহরের একটি ক্লিনিকে ভর্তি হন। করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রাত ১২টার দিকে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, আবদুল হান্নানের মৃত্যুর স্বাস্থ্যবিধি অনুসারে জানাজা শেষে লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এর আগে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।