মঙ্গলবার , ২৮ মে ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বগুড়া সদর, শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলা পরিষদের নির্বাচন কাল

Paris
মে ২৮, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধি:
রাত পোহালেই (বুধবার ২৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে বগুড়া জেলার তিন উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে তিন উপজেলার মধ্যে বগুড়া সদর, শিবগঞ্জ এবং শাজাহানপুর উপজেলার মোট ৩৩২টি কেন্দ্রে ব্যালটবাক্স সহ নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে। মঙ্গলবার বেলা ১২ টায় বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সদর উপজেলার ১৪৬ টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়।

তৃতীয় ধাপে বগুড়ার এই তিন উপজেলায় নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ব্যলটে পেপারে ভোট গ্রহণ করা হবে। প্রার্থীদের প্রচার প্রচারণাও শেষ হয়েছে। প্রার্থীরা প্রচার প্রচারণা শেষে কেন্দ্রে কেন্দ্রে পুলিং এজেন্ট নিয়োগসহ কেন্দ্র পরিচালনা এবং ভোটারদের ভোট কেন্দ্রে আনার ছক কষছে। বগুড়ার এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আবু সুফিয়ান (ঘোড়া প্রতীক), মো. সুলতান মাহমুদ খান মোটর (সাইকেল প্রতীক) এবং শুভাশীষ পোদ্দার লিটন পেয়েছেন (আনারস প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে এসএম শরিফুল আলম শিপুল (টিয়াপাখি), মো. ইকবাল হোসেন (লাঙ্গল), মোঃ ইফতারুল ইসলাম মামুন (আইসক্রিম), মো. এম আর বিপ্লব(তালা), মো. ওবাইদুল্লাহ (মাইক), মো. সোহাগ হোসেন (চশমা), মো. কামরুল বাশার খান (বৈদুতিক বাল্ব), মো. জাকিরুল ইসলাম (গ্যাস সিলিন্ডার), মো. মশিউর রহমান (পালকি), মো. রাজিদুর রহমান (বই), মো. রুকানুজ্জামান (টাইপ রাইটার), মো. শফিউল্লাহ সরকার (ক্রিকেট ব্যাট) প্রতীক, মো. সুরুজ শেখ (ঘুড়ি ), মো. হাবিব হাসান (উড়োজাহাজ), রায়হান শেখ (পানপাতা), এবং দিপংকর কুমার দাস (টিউবওয়েল) প্রতিক নিয়ে নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডালিয়া খাতুন(কলস) প্রতীক এবং মোছা. তহমিনা আকতার (ফুটবল)প্রতীকে নির্বাচন করছেন। সদর উপজেলায় ১৪৬টি কেন্দ্রে মোট ৪ লাখ ৩৪ হাজার ২২৯জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন।

শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ রিজু (মোটরসাইকেল) প্রতীক। অন্য প্রার্থী মো. মোস্তাফিজার রহমান (আনারস) প্রতীকে নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল বাকী (মাইক) প্রতীক, মো. আব্দুলালাহেল শাফী তালুকদার (টিউবওয়েল), মো.আরিফ প্রাং (চশমা), মো.শাহ নেওয়াজ (তালা) এবং শ্রী গনেশ প্রসাদ কানু (টিয়া পাখি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা আকতার (বৈদ্যুতিক পাখা), মোছা. জান্নাতী আক্তার (কলস), মোছা. তানজিলা আকতার পপি (প্রজাপ্রতি), মোছা.ববিতা ফেরদৌসী (ফুটবল), মোছা. রুলি বিবি (হাঁস), মোছা. শাহানা খাতুন (পদ্মফুল)প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিবগঞ্জ উপজেলায় মোট ১১৪ ভোট কেন্দ্রে ৩ লাখ ৩০ হাজার ৯৫জন ভোটার প্রত্যক্ষ ব্যালটে তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন।

শাজাহানপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মো. সোহরাব হোসেন ছান্নু (মোটর সাইকেল), এম সুলতান আহম্মেদ (ঘোড়া), মো. সাজেদুর রহমান সাহীন (আনারস) ও মোঃ সাদ্দাম হোসেন (দোয়াত কলম) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল মজিদ (তালা), মো. তাজনূর রহমান শাহিন (মাইক), মো. নূরন্নবী (টিয়া পাখি), মো. রুবেল সরকার (টিউবওয়েল) এবং মো. সাজেদুর রহমান (উড়োজাহাজ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাপিয়া সুলতানা (হাঁস), মোছা. রওশন আরা খাতুন (কলস), মোছা. লাভলী ইয়াছমিন(ফুটবল)এবং মোছা. হেফাজত আরা মিরা (পদ্মফুল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাজাহানপুর উপজেলায় মোট ৭২ ভোট কেন্দ্রে ২ লাখ ৩২ হাজার ৩১৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ও তৃৃতীয় ধাপের নির্বাচনে বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর