বুধবার , ২২ মে ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বগুড়ায় দুই উপজেলা পুনরায় তিন চেয়ারম্যান নির্বাচিত

Paris
মে ২২, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধি:
নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপে মঙ্গলবার(২২ মে) বগুড়ার জেলার তিন উপজেলা কাহাল, দুপচাচিয়া ও আদমদিঘীতে ভোট গ্রহণ করা হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। রাত ১০টার দিকে পৃথকভাবে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট সহকারি রিটার্নিং কর্মকর্তারা।

তিনটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ৪৫ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে আদমদীঘিতে। আর কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে যাহা ৪১ দশমিক ৬১ শতাংশ। দুপচাঁচিয়ায় পড়েছে ৪৩ দশমিক ৮৩ শতাংশ ভোট।

বগুড়ার কাহালুতে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাসিবুল হাসান সুরুজ আবারও পুনঃ নির্বাচিত হয়েছেন। আদমদীঘিতে চেয়ারম্যান পদে পুনরায নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম খান রাজু। তিনি গত ৫ মাস আগে পদত্যাগ করা সরকারি দলের নেতা হিসেবে দলীয় মনোনয়ন পেয়েও নির্বাচন থেকে সরে দাড়িয়েছিলেন। তবে দুপচাঁচিয়ায় যুবলীগ নেতা আহমেদুর রহমান বিপ্লব চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমান চেয়ারম্যান ফজলুল হককে পরাজিত করেন।

কাহালুতে সহকারি রিটানিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ জানান, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান হাসিবুল হাসান সুরুজ (আনারাস) প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান (মোটর সাইকেল) প্রতীকে ৩৩ হাজার ৯৪৬ ভোট পেয়েছে। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল মাসুদ সুমন (টিউবওয়েল) ৩৪ হাজার ১০৬ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা বেগম (প্রজাপতি) ৪৭ হাজার ৫৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় মোট ১ লাখ ৯২ হাজার ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮০ হাজার ৬৩ জন। ভোট প্রদানের হার ৪১ দশমিক ৬১ শতাংশ। বাতিল হয়েছে ২ হাজার ৫৯৩।

দুপচাঁচিয়ায় সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা জানান, আহমেদুর রহমান বিপ্লব (মোটর সাইকেল) প্রতীকে ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল হকের আনারস প্রতীকে পড়েছে ২০ হাজার ৪২৯ ভোট। এ উপজেলায় মোট ১ লাখ ৫৭ হাজার ১৩৭জন ভোটারের মধ্যে ৬৩ হাজার ৬৩৫জন ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার ৪৩ দশমিক ৮৩ শতাংশ। ভাইস চেয়ারম্যান পদে আমিনুর রহমান মহলদার (তালা) প্রতীকে ২৭ হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম দুই প্রতিদ্বন্দ্বি আবু বকর ছিদ্দিক (আলম) টিউবওয়েল প্রতীকে ২৭ হাজার ২৫৩ ভোট এবং ইউসুফ আলী খান (উড়োজাহাজ) প্রতীকে ৮ হাজার ৮৩০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহমিদা আকতার (হাঁস) প্রতীকে ২৯ হাজার ৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম দুই প্রতিদ্বন্দ্বি খাদিজা আকতার রীতা (প্রজাপতি) প্রতীকে ১৯ হাজার ৮৫১ ভোট এবং সখিনা বেগম (ফুটবল) প্রতীকে ১২ হাজার ৮৮০ ভোট পেয়েছেন।

আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ জানান, চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৮৩২ ভাট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুল ইসলাম রাজা (মোটর সাইকেল) প্রতীকে ৩২ হাজার ১২৮ ভোট পেয়েছে। মোট ১ লাখ ৭২ হাজার ৬৯০ ভোটারের মধ্যে ৭৮ হাজার ৪৮৩ বা ৪৫ দশমিক ৫০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু (টিউবওয়েল প্রতীকে) ৩৮ হাজার ৪০১ পেয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাপা (হাঁস প্রতীকে) ৩৩ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ - রাজশাহীর খবর