রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৯ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বউ গেল বরের বাড়ি, কাজী গেল জেলে

Paris
ডিসেম্বর ১৫, ২০১৯ ১১:৩৮ পূর্বাহ্ণ

সিল্কসিচিনিউজ ডেস্ক:

গাইবান্ধা সদর উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে দেয়ার অভিযোগে কাজীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত কাজীর নাম মো. আবদুল মোত্তালিব মীর।

শনিবার তাকে এ সাজা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রসূন কুমার চক্রবর্তী।

মো. আবদুল মোত্তালিব মীর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার। তিনি ওই ইউনিয়নের গোবিন্দপুর জামপাড়া গ্রামের আবদুল গণির ছেলে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল বলেন, শুক্রবার গভীর রাতে গোবিন্দপুর এলাকার ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে পাশের ফকিরপাড়া গ্রামের মাসুদ রানার (২২) বিয়ে হয়।

খবর পেয়ে এলাকাবাসী কাজীর বাড়ি ঘেরাও করে ইউএনওকে খবর দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও প্রসূন কুমার কাজী মোত্তালিবকে ছয় মাসের কারাদণ্ড দেন।ওই কাজী নিজের বাড়িতে এ বিয়ে নিবন্ধন করেন।

সর্বশেষ - জাতীয়