ফ্রেঞ্চ ওপেন জয় দিয়ে শুরুর পরও ওসাকাকে জরিমানা

খেলা শেষে সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ায় ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে নাওমি ওসাকাকে। আজ সোমবার এ খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে নাওমির অবস্থান এখন দুইয়ে। গতকাল তিনি ৬৩তম বাছাই রুমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেনে নিজের শুভ সূচনা করেছেন। তবে খেলা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেননি তিনি।

গত বুধবার ওসাকা ঘোষণা দেন, তিনি ফ্রেঞ্চ ওপেনে খেলার পর সংবাদ সম্মেলনে অংশ নেবেন না। কারণ সংবাদ সম্মেলনে একই প্রশ্ন বার বার করা হয়। এতে মনের ওপর চাপ বাড়ে। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের সুরক্ষার প্রয়োজন আছে।

 

গতকাল সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ায় ওসাকাকে সতর্ক করেছে আয়োজক কর্তৃপক্ষ। এ বিষয়ে এক বিবৃতিতে ওসাকাকে এ ধরনের টুর্নামেন্ট থেকে বহিষ্কারেরও হুমকি দেওয়া হয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন