ফ্রিজ থেকে কি করোনা সংক্রমণ হতে পারে

কাঁচাবাজার ও খাবার সংরক্ষণের জন্য ফ্রিজ খুবই প্রয়োজনীয় একটি জিনিস। তবে অনেকের মনে প্রশ্ন– ফ্রিজ থেকে কি করোনা সংক্রমণ হতে পারে।

ফ্রিজে থেকে কি করোনা সংক্রমণ হয়

এ বিষয়ে বারডেম জেনারেল হাসপাতালের পুষ্টি বিভাগের প্রধান আখতারুন নাহার আলো বলেন, ঘরোয়া ফ্রিজে ফ্রিজারের তাপমাত্রা থাকে শূন্য থেকে মাইনাস ২-৩ ডিগ্রির মতো। আর কোনো ফ্রিজে ভাইরাস থাকতে পারে।

তবে বাজার থেকে কেনা মাছ, মাংস ও সবজি থেকে করোনা সংক্রমণ হতে পারে। তাই বাইরে থেকে কেনা জিনিস লবণপানি দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে ফ্রিজে রাখতে হবে।

এ সময় মাস্ক বা চশমা পরার প্রয়োজন নেই। সাবান দিয়ে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া সবচেয়ে জরুরি।

মানতে হবে স্বাস্থ্যবিধি

করোন সংক্রমণ থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। বারবার সাবান দিযে হাত ধোয়া, বাইরে গেলে মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব মেনে চলা।

 

সুত্রঃ যুগান্তর