ফ্রান্সের রাজপথে আবারো সহিংসতা

ফ্রান্সের রাজপথে আবারো পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কর্মক্ষেত্রে পুলিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা আইনের প্রতিবাদে রাস্তায় নামে ফ্রান্সের জনগণ। এতে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

গতকাল শনিবার এ বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষুব্ধদের। পুলিশের লাঠিপেটার জবাবে তাদের ওপর ইটপাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। এসময় যানবাহন, ব্যাংক, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়।

ফ্রান্সের খসড়া আইনের ২৪ অনুচ্ছেদে পুলিশের চেহারা দেখাতে বারণ করা হয়েছে। এই ২৪ অনুচ্ছেদসহ সব অনুচ্ছেদ বাতিলের জোর দাবি করছেন বিক্ষোভকারীরা। এই খসড়া আইনকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও মনে করছেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।

সূত্র: বিবিসি