ফোর্টনাইট অ্যান্ড্রয়েড ডিভাইসেই ১৫ মিলিয়ন!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্যাটল রয়্যাল গেইম ফোর্টনাইটের অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মোচন করেছে গুগল। প্লে স্টোরে না দিলেও গেইমটি ইতোমধ্যে ১৫ মিলিয়ন অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্সটল হয়েছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এই তথ্য।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৭১ শতাংশ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত অ্যান্ড্রয়েড ডিভাইসে গেইমটি খেলেছেন গেইমাররা। ৯২ শতাংশ ফোর্টনাইট গেইমার অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করেন অ্যান্ড্রয়েড ওরিও ৮.০। মাত্র ০.৫ শতাংশ ডিভাইসে ২০১৫ সালের পূর্বে বাজারে আসা অ্যান্ড্রয়েড ওএসে চলে।

গুগলের প্লেস্টোরে গেইমটি প্রকাশ না করা হলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পায় গেইমটি। ফোর্টনাইটের ওয়েবসাইটে গেইমটির এপিকে ডাউনলোড করার সুবিধা ছিল। যেখান থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করে গেইমটি খেলেছেন।

উল্লেখ্য গুগল প্লে স্টোরে গেইমটি না থাকায় গুগল ইন অ্যাপ পারচেইজ থেকে পাচ্ছে না কোনও মুনাফা। গুগল প্রতিটি গেইম ও অ্যাপে করা ইন অ্যাপ পারচেইজের থেকে ভাগ নিয়ে থাকে ৩০ শতাংশ। অর্থাৎ ১ ডলার যদি ইন অ্যাপ পারচেইজ করা হয় তাহলে গুগল পেয়ে থাকে ৩০ সেন্ট। ফলে গুগল প্রায় ৫ কোটি ডলার আয় থেকে বঞ্চিত হয়েছে।

গ্যাজেট ৩৬০ অবলম্বনে