ফেলে দেয়া খাবারেই দু’দিন চলে যাবে রাজশাহীর মিতুর সংসার

নিজস্ব প্রতিবেদক:

নাম মিতু। বাড়ি বিনোদপুর বস্তিতে। বসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম অডিটোরিয়ামের পাশে। শুক্রবার সেখানে চলছিল একটি অনুষ্ঠান। দুপুরের খাবারের পর পড়েছিল অনেকগুলো প্যাকেট। ফেলে দেওয়া খাবারের প্যাকেট গুলো থেকে উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করছিল সে। মা আর এক মেয়েকে নিয়ে এসেছে এখানে। এই কুড়ানো খাবার দিয়ে তাদের চলে যাবে দুইদিন।

নগরীর আনাচে কানাচে মিতুর মতো এমন অনেকেই আছেন যারা খাবারের অভাব বোধে নিজের অস্তিত্বটাও ভূলে যান। কখনও ক্ষুধামন্দা আবার কখনও অনাহারে দিন পার করছেন। তবে মিতুর কস্টটা হয়তো একটু ব্যাতিক্রম।

মিতু জানায়, পাঁচ মাসের সন্তান পেটে। আগের সন্তান হয়েছিল সিজারিয়ানে। এবারও তাই হবে। কিন্তু তাতে অনেক টাকার দরকার। স্বামী মোটরসাইকেল মেকার দিনে কাজ করে পায় ৩০০ টাকা। তাই আগামীর দিনগুলো নিয়ে অনেক দু:চিন্তায় আছেন তিনি। 

এমতাবস্থায় সাহায্যের হাত বাড়োনোর অনুরোধ জানিয়েছেন মিতু।