মঙ্গলবার , ১৬ মে ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফের মিলান ডার্বি, প্রত্যাবর্তনের গল্প লিখতে চান স্তেফানো

Paris
মে ১৬, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

মিলান ডার্বির সেই আগুনটাই ছিল না। একতরফা খেলে ইন্টারের জয় ২-০ গোলে। ফরোয়ার্ডরা সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা বাড়তে পারত আরো। সর্বশেষ তিনটি ডার্বিতে ইন্টারের জালে কোনো বলই পাঠাতে পারেনি এসি মিলান। তাই আজ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফেভারিট ইন্টারই। তবে হাল ছাড়ছে না এসি মিলান। কোচ স্তেফানো পিওলি প্রতিশ্রুতি দিলেন প্রত্যাবর্তনের গল্প লেখার, ‘প্রথম লেগে আমরা লড়াই করতে পারিনি। দলের সবাই হতাশ। তবে দ্বিতীয় লেগে ফলটা বদলে দিতে চাই। প্রত্যাবর্তনের গল্প লিখতে চাই আমরা।’

চ্যাম্পিয়নস লিগে দুই বা বেশি গোলে পিছিয়ে থেকে পরের লেগে জেতার নজির আছে অনেক। ২০০৩-০৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে দেপোর্তিভো লা করুনাকে ৪-১ গোলে হারিয়েছিল এসি মিলান। ফিরতি লেগে ৪-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে দেপোর্তিভো। ২০১৭-১৮ মৌসুমের কোয়ার্টার ফাইনালে এএস রোমাকে ৪-১ গোলে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছিল বার্সেলোনা। ফিরতি ম্যাচে ৩-০ গোলের জয়ে কাতালানদের বুক ভাঙে রোমা।

এ ছাড়া ২০১৮-১৯ মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে ৩-০ গোলে লিভারপুলকে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। ফিরতি লেগে অ্যানফিল্ডে লিভারপুল ৪-০ গোলে কাতালানদের হারিয়ে পায় ফাইনালের টিকিট। সেই ম্যাচে জোড়া গোল করা দিভক ওরিগি এখন খেলেন মিলানে। তাঁর ওপর আস্থা রাখতেই পারেন কোচ পিওলি। মিলানের গত কয়েকটি ম্যাচ চোটের জন্য খেলতে পারেননি আক্রমণের অন্যতম ভরসা রাফায়েল লেয়াঁও। এই পর্তুগিজ ফিরে আসায় আশাবাদী হতেই পারে মিলান দর্শকরা।

তা ছাড়া ফাইনালে পৌঁছতে না পারলে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ লেখার দুয়ার বন্ধ হতে পারে মিলানের। ৩৫ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তারা এখন সিরি ‘এ’র পয়েন্ট তালিকার পাঁচে। চারে থাকা লািসওর সমান ম্যাচে পয়েন্ট ৬৫। শেষ তিন ম্যাচে ৪ পয়েন্টের এই ব্যবধান মেটাতে না পারলে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হবে মিলানকে। সে ক্ষেত্রে কেবল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ে টিকে থাকবে তারা। এ জন্য আজ আরো অনুপ্রাণিত হয়ে খেলার কথা মিলানের।

ইন্টার সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছিল ২০১০ সালে। এসি মিলান ফাইনাল খেলেছিল ২০০৭ সালে। আজ দীর্ঘ সময়ের অপেক্ষাটা ফুরাবে কার? সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা