ফের বিমান হানা আফগানিস্তানে, নিহত ২২ জঙ্গি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২২ জন জঙ্গিকে গুলি করে মারল আফগান সেনা৷ স্থল ও বিমান হানায় এদের নিকেশ করা গিয়েছে বলে সূত্রের খবর৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর৷ গোটা দেশ জুড়ে এই হানা চলেছে বলে খবর৷
টোলো নিউজ সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক এই খবরের সত্যতা স্বীকার করেছে৷ মিতারলামের বাসরাম, কামা, নাহর সারাজ, নাদ আলি জুড়ে হামলা চলে৷

এরআগে, আফগান সেনার বিমান হানায় নিকেশ হয় ৪২ জন জঙ্গি৷ আফগানিস্তানের বিভিন্ন জায়গায় পৃথক পৃথক ভাবে বিমান হানা চালায় আফগান সেনা৷ এই বিমান হানায় খতম হয় আই এস ও তালিবান মিলিয়ে মোট ৪২ জন জঙ্গি৷ আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে তেমনই খবর মেলে৷

গত চব্বিশ ঘন্টা একটানা বিমান হানা চালায় আফগান সেনা৷ আইএস ও তালিবানদের গোপন ঘাঁটি লক্ষ্য করে চলে এই হামলা৷ জঙ্গিদের মধ্যে ৭ জন তালিবান জঙ্গি খতম হয়েছে ও আরও ৬জন গুরুতর ভাবে আহত বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র৷

এরআগে, ফেব্রুয়ারির প্রথম দিকে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পায় আফগানিস্তান সেনা। ২৪ ঘন্টায় আফগানিস্তানের ৮টি প্রদেশে সেনা অভিযানে কমপক্ষে ৭৬ জন জঙ্গিকে নিকেশ করা হয়৷ আফগান ন্যাশনাল ডিফেন্স ও সিকিওরিটি ফোর্সের অভিযানে এই জঙ্গিদের নিকেশ করা হয়৷ সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনার সত্যতা স্বীকার করে। ৭৬ জন জঙ্গির মধ্যে অন্তত, তিনজন তালিবান কমান্ডার ছিল বলে খবর।

সেনা সূত্রে তাদের নামও জানা যায়৷ এহসানুল্লাহ, হায়দার ও কোয়াহরামান নামে ওই তিন তালিবান কমান্ডারের পরিচয় জানতে পারে আফগান সেনা। অভিযান চলাকালীন প্রায় ১৪ জন জঙ্গি সেনার হাতে ধরা পড়ে।

নানগারহার, লাঘমান, গজনী, নুরিস্তান, উরুগান, হেরাট, ফারইয়াব ও জয়জ্জান প্রদেশগুলিতে টানা ২৪ ঘন্টা ধরে সেনা অভিযান চলে। সেনাসূত্রে খবর, জঙ্গিদের গোপন ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়, উদ্ধার হয় বিপুল পরিমাণে অস্ত্র। ৮টি প্রদেশে মোট ১৪বার সেনা অভিযান চলে। আফগান বায়ুসেনার ৯৩টি যুদ্ধবিমান এই অভিযানে কাজে লাগানো হয় বলে খবর। তবে সেনার তরফে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

কলকাতা ২৪*৭