ফের পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে আবারও নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার রাজধানী সাক্রামেন্টো। গত রোববার রাতে পুলিশ স্টেফোন ক্লার্ককে (২২) তার বাড়ির আঙ্গিনাতেই হত্যা করে বলে জানায় বিবিসি।

ক্লার্ককে অন্তত ২০ বার গুলি করা হয়েছে। পুলিশের ‘বডি ক্যামেরায়’ পুরো ঘটনা ভিডিও হয়।

বুধবার রাতে পুলিশ ওই ভিডিও প্রকাশ করলে ইন্টারনেটে তা ভাইরাল হয়ে যায় এবং পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়।

বৃহস্পতিবার ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের নেতৃত্বে দুই শতাধিক বিক্ষোভকারী প্রথমে সাক্রামেন্টোর সিটি হলে জড়ো হয়। এরপর তারা ইন্টারস্টেট ফাইভ হাইওয়ে ধরে মিছিল করে। যে কারণে সড়কে

যান চলাচল বিঘ্নিত হয়। মিছিলটি কয়েক ঘণ্টা ধরে নগরীর আরও কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে। তারা পুলিশ প্রধানকে তাদের সামনে আসার দাবি জানায়।

যুগান্তর