শুক্রবার , ২৫ অক্টোবর ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফেনীতে ৩ নাইজেরিয়ান নাগরিক আটক

Paris
অক্টোবর ২৫, ২০১৯ ৩:১৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ফেনীর ফুলগাজী উপজেলার হাড়িপুস্করনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন তারা।

এ সময় তাদের হাতেনাতে ধরে ফেলে বিজিবি।

আটকদের নাম জানিয়েছেন ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান।

তারা হলেন- নেজস্লে চি নেডু নওয়াকুরি, লুটান্না সামিউল এনাকেউ, সানডে ইবোনাদি ইডোন।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ার নাগরিককে আটক করে খেজুরিয়া বিওপির টহল দল। এ সময় তাদের কাছ থেকে ১০০ ডলার, ১৩ হাজার ভারতীয় রুপি, একটি ল্যাপটপ, একটি স্যামসাং জি সেভেন মোবাইল, একটি অপ্পো মোবাইল উদ্ধার করা হয়।

আটকদের সঙ্গে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি বলেন, দুই নাইজেরিয়ান তাদের মূল পাসপোর্ট দেখাতে পারেননি। তারা কেন বিনা পাসপোর্টে এভাবে ভারতে ঢুকছিল সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও।

আটক এই তিন নাইজেরিয়ানকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়