ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী ধরলেন শিবগঞ্জের এমপি শিমুল

 নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:     শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় একটি অনুষ্ঠান শেষ করে নিজ গাড়ীযোগে রাজশাহী যাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ডা.সামিল উদ্দীন আহমেদ শিমুল। এসময় ফেনসিডিলিসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি। ডা.সামিল উদ্দীন আহমেদ শিমুল  জানান,মঙ্গলবার বিকেল চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক দিয়ে ঠিক যখন পাইলিং মোড় অতিক্রম করছিলেন-এমন সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইকের ভিতর হতে আওয়াজ আসে আমাকে বাঁচাও।

সে আওয়াজ শুনে গাড়ী নিয়ে ধাওয়া করে ভাঙা ব্রিজ এলাকা হতে আটক করেন ইজিবাইকে থাকা তিন যাত্রীকে। আটককৃতরা হল-উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাবলা বোনা এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মরফুল হক (৪৪),সদর উপজেলার মহারাজপুর টুলু পাড়ার এম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৫) একই এলাকার শেখ পাড়ার ইমরোজ শেখের ছেলে ইব্রাহীম (২৮)।

এসময় একজনের কোমর হতে দুইটি ফেনসিডিলের বোতল রাস্তার উপর পড়ে ভেঙে যায়। এর পর তল্লাশী চালিয়ে ইজিবাইক চালকের পায়ের নিচ হতে আরও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এমপি শিমুল তাৎক্ষনিক বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল হতে তাদের আটক করে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি মো.শামসুল আলম শাহ বলেন,অভ্যন্তরিন দ্বন্দ্বের জের ধরে ইজিবাইকের মধ্যেই তারা ঝামেলায় জড়িয়ে পড়ে একজন চিৎকার করে। আটককৃতরা মূলত ফেনসিডিল ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

স/আ.মি