ফেইসবুক বলছে ব্ল্যাকবেরি চোর!

সিল্কসিটিনিউজি ডেস্ক:

নিজেদের উদ্ভাবিত একটি প্রযুক্তি ব্ল্যাকবেরি চুরি করেছে বলে অভিযোগ করছে ফেইসবুক।

এই অভিযোগে ব্ল্যাকবেরির বিরুদ্ধে আদালতে প্যাটেন্ট মামলা ঠুকে দিয়েছে প্রতিষ্ঠানটি। কে প্রকৃত উদ্ভাবক এমন একটি রায় এখন নিষ্পত্তি করতে হবে আদালতের মাধ্যমে। তবে ফেইসবুক বলছে, তাদের প্রযুক্তি চুরি করেছে ব্ল্যাকবেরি।

১১৮ পৃষ্ঠার একটি অভিযোগপত্র তৈরি করে যুক্তরাষ্ট্রের সান ফ্র্যান্সিসকোর ফেডারেল আদালতে ব্ল্যাকবেরির বিরুদ্ধে মামলা করেছে ফেইসবুক। সেখানে ভয়েস ম্যাসেজিং প্রযুক্তি ছাড়াও আরো কিছু প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় ফেইসবুক তাদের ৬টি প্যাটেন্ট লঙ্ঘনের দায়ে ব্ল্যাকবেরির বিরুদ্ধে অনির্দিষ্ট পরিমাণ ক্ষতির অভিযোগ করেছে।

বিষয়টি নিয়ে ব্ল্যাকবেরি তাৎক্ষণিক কোন জবাব না দিলেও তারা কর্মসময়ের মধ্যে সেটি দেবে বলেও বলা হচ্ছে। কারণ প্রতিষ্ঠানটি তাদের কর্মঘণ্টার বাইরে আনুষ্ঠানিক কোন কথা বলে না।

গত মার্চে ব্ল্যাকবেরি লজ অ্যাঞ্জেলসের ফেডারেল আদালতে ফেইসবুকের বিরুদ্ধে মোবাইল ম্যাসেজিং প্যাটেন্ট লঙ্ঘনের মামলা করেছিল।

ব্ল্যাকবেরি অভিযোগ করে বলছে, ফেইসবুক ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো তাৎক্ষণিক ম্যাসেজিং সেবাগুলও অবৈধ।

ব্ল্যাকবেরি এবং ফেইসবুকের মামলাগুলো এখন দেশটির আদালতে মিমাংসার জন্য রয়েছে।

ব্লুমবার্গ অবলম্বনে