সোমবার , ২৯ আগস্ট ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফেইসবুকে পুরো অ্যালবাম ডাউনলোড করুন এক ক্লিকে

Paris
আগস্ট ২৯, ২০১৬ ৭:০৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
ছবি শেয়ারের পাশাপাশি অনেকে ফটো অ্যালবাম হিসেবেও ব্যবহার করেন জাকারবার্গের ফেইসবুককে। প্রিয় মানুষ থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা, ভ্রমণ, বিয়েসহ ব্যক্তিগত জীবনের ছবি শেয়ার করেন এ মাধ্যমে। একত্রে একাধিক ছবি শেয়ারের জন্য এ মাধ্যমে রয়েছে অ্যালবাম সুবিধা।

অনেক সময় অ্যালবামের সবগুলো ছবি ডাউনলোডের প্রয়োজন হয়। সেক্ষেত্রে একটি একটি করে ছবি ডাউনলোড করা সময়সাপেক্ষ ও বিরক্তিকর। আগে থার্ডপার্টি নানা সফটওয়্যার ব্যবহার করতে হতো অ্যালবামের সবগুলো ছবি একত্রে ডাউনলোড করতে।

 

ব্যবহারকারীদের কথা চিন্তা করে ফেইসবুকে নতুন ফিচার চালু করেছে। এর ফলে আলাদা সফটওয়্যার ব্যবহার ছাড়াই এক ক্লিকে পুরো অ্যালবাম ডাউনলোড করা যাবে। তবে জানাতে হবে কৌশল।

 

ফেইসবুকে লগইনের পর যে অ্যালবামটি ডাউনলোড করতে চান সেটিতে যেতে হবে। এরপর অ্যালবামটির নামের উপর ক্লিক করলে সবগুলো ছবি দেখা যাবে।

এরপর উপরে ডান দিকে থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে। তাহলে ডাউনলোড অ্যালবাম নামে একটি অপশন আসবে, এখন সেটিতে ক্লিক করতে হবে।

facceboo-allbam-techshohor (2)

তারপর “Start Downloading Process?” অপশনটি আসবে। সেখান থেকে ‘continune’ অপশনে ক্লিক করতে হবে।

facceboo-allbam-techshohor (1)

কয়েক সেকেন্ড পরে একটি নোটিফিকেশন আসবে ‘আপনার অ্যালবাম ডাউনলোডের জন্য রেডি’ তাতে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।

সম্পূর্ণ অ্যালবামটি জিপ ফরম্যাটে সেইভ হবে। তাই এটি আনজিপ করতে ৭ জিপ সফটওয়্যাটি ব্যবহার করতে পারেন।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি