ফিলিপাইনে তুমুল বৃষ্টির পর ভূমিধস, ৯ জনের মৃত্যু

ফিলিপাইনে মৌসুমী ঝড়ের পর সৃষ্টি ভূমিধসে ও ডুবে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১১ জন। ফিলিপাইন নিউজ এজেন্সি গতকাল সোমবার রাতে এ তথ্য জানিয়েছে। ঝড়ের তলিয়ে গেছে কয়েকটি গ্রাম।

জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, ঝড়ের পর ফিলিপাইনে কয়েকটি এলাকায় ভূমিধস শুরু হয়েছে। ব্যানগুইট প্রদেশে ভূমিধসে মারা গেছে ৪ জন। উপকূলীয় প্রদেশ চাগায়ানে ডুবে মারা গেছে এক ব্যক্তি।

কমপাসু নামের ওই মৌসুমী ঝড়ে ঘনবসতিপূর্ণ লুজন প্রদেশে নিখোঁজ হয়েছেন ৭ জন। পালওয়ান প্রদেশে ৪ জন মারা গেছে এবং একইসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার হাইওয়ে ও সেতুর ওপরও পানি উঠেছিল, এখন তা কমতে শুরু করেছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন