ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ফিলিপাইনের জনবহুল দ্বীপ লুসোনে শক্তিশালী টাইফুনের আঘাতে কমপক্ষে চার উদ্ধারকর্মী প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন।

দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সুপার টাইফুন টাইফুন ‘নোরু’ আঘাত করার সময় প্রতি ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার (১৪৯ মাইল)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হলো নোরু। ঝড়টি স্থানীয় সময় রবিবার রাতে এক কোটি ৩০ লাখ মানুষের আবাসস্থল ম্যানিলা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে।

ঘূর্ণিঝড় নোরুর ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পেতে সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে ৭৪ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আরও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

 

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন