ফিলিপাইনকে ১০ গোলে ওড়াল বাংলার মেয়েরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।মিয়ানমারে অনুষ্ঠিত এই ম্যাচে বিশাল এই জয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ চূড়ান্ত পর্বের পথে কিছুটা হলেও এগিয়ে গেল গোলাম রব্বানি ছোটনের দল। বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হলেও পাওয়া যাবে চলতি বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চুড়ান্ত পর্বের টিকিট।

এর আগে ফিলিপাইনের সঙ্গে কোনো পর্যায়েই খেলার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের মেয়েদের। মাঠে নামার পর অনেকটা অচেনা এই প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছে মেয়েরা। তহুরা খাতুন, মারিয়া মান্ডাদের দুর্দান্ত সব আক্রমণে ফিলিপাইনের গোলকিপারকে বেশ অসহায় লাগছিল। গোল আটকানোর চেয়ে যেন জালে ঢুকে যাওয়া বল কুড়িয়ে আনাই তার একমাত্র কাজ!

প্রথমার্ধে ছয় গোলের পর দ্বিতীয়ার্ধে আরও চার গোল! বিশাল এই জয়ে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। ২ গোল করেন শামসুন্নাহার সিনিয়র। এছাড়া শামসুন্নাহার জুনিয়র, নীলুফার ইয়াসমিন নীলা, আনুচিং মোগিন এবং মারিয়া মাণ্ডা বল জালে জড়ান। অন্যদিকে বাংলাদেশের দূর্গে আক্রমণ তো দূরের কথা, বক্সের ধারেকাছেই আসতে পারেনি ফিলিপিন্সরা। আগামী ১ মার্চ দ্বিতীয় ম্যাচে মায়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ।