রবিবার , ১২ আগস্ট ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফিরে না আসার দেশে পাড়ি দিলেন নোবেল জয়ী ভি এস নাইপল

Paris
আগস্ট ১২, ২০১৮ ২:৪৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘আমার জীবন খুব ছোট, গুজবে কান দেওয়ার সময় নেই’, নিজের সম্পর্কে এই বিখ্যাত উক্তিটি করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত নভেলিস্ট ভি এস নাইপল৷ সত্যিই গুজবে কান দেননি ত্রিনিদাদে জন্মগ্রহণ করা এই বিখ্যাত উপন্যাসিক৷ নাহলে একের পর এক লিখতে পারতেন না ‘দ্য ম্যাজিস্টিক ম্যাসিওর’, ‘দ্য সাফরেজ অফ এলভিরা’, ‘মিগ্যাল স্ট্রিট’, এ হাউস ফর মিস্টার বিশ্বাস’ এবং ‘দি এনিগমা অফ অ্যারাইভালে’র মত কালজয়ী উপন্যাস৷ নাইপলের কলম জন্ম দিয়েছে অসংখ্য অমর চরিত্র৷ বুকার এবং সাহিত্যে নোবেল পুরস্কারও এসেছে নাইপলের ঝুলিতে৷ কিন্তু সৃষ্টিকর্তাকেও থেমে যেতে হয় একদিন৷ ৮৫ বছর বয়সে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভি এস নাইপল৷

কখনও জোসেফ কনরাড তো কখনও চার্লস ডিকেন্স ইংরাজি সাহিত্যের দিকপালদের সঙ্গে নাইপলের তুলনা টানা হয়েছে অনেকবার৷ কাজের খোঁজে ভারত থেকে ত্রিনিদাদে পাড়ি দেওয়া এক পরিবারে ১৯৩২ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করেন নাইপল৷ বাবা শিবপ্রসাদ ইংরাজি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, ছেলের ছিল সাহিত্যের প্রতি টান৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো শেষ করেন৷ পরে ইংল্যান্ডে পাকাপাকিভাবে থাকা শুরু করলেও ঘুরে বেড়িয়েছেন বিশ্বজুড়ে৷ রচনা করেছেন ‘এ বেন্ড ইন দ্য রিভার’, ‘অ্যামং দ্য বিলিভার্সর’ মত অমর সাহিত্যের৷

খাপ খোলা তলোয়ারের মতো কখনও মন্তব্য করেছেন লেখিকাদের নিয়ে, তো কখনও আফ্রিকা, ভারত , ইসলাম নিয়ে৷ একবার তো সোজাসুজি বলেই দিয়েছেন, ‘মেয়েরা আবেগপ্রবণ, তাদের লেখালেখিতেও সেই সঙ্কীর্ণ চিন্তাধারা থাকে৷ সে কারণেই জেন অস্টেন থেকে ঝুম্পা লাহিড়ি কেউই সাহিত্যিক হিসাবে প্রথম শ্রেণির নন৷’ কখনও ‘অ্যান এরা অব ডার্কনেসে’ নিজের পূর্বপুরুষের দেশ ভারতের অপরিচ্ছন্নতা বর্ণনা করেছেন কড়া ভাষায়৷ তবে শুধু কী সমালোচনা? বিশ্ব সাহিত্য উজাড় করে দিয়েছে সম্মান এবং প্রশংসাও৷ ১৯৭১ সালে ‘ই অ্যা ফ্রি স্টেট’-এর জন্য বুকার পুরস্কার জিতেছেন, ২০০১ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই মহান সাহিত্যিক৷

 

সর্বশেষ - আন্তর্জাতিক