ফিফা ও উয়েফার নজর শুধু টাকার দিকেই: বেলজিয়াম গোলরক্ষক

ফিফা ও উয়েফা দিন দিন প্রতিযোগিতা বৃদ্ধির নামে ম্যাচের সংখ্যা বাড়িয়ে চলেছে। আর এতে ভুগতে হচ্ছে খেলোয়াড়দের। ম্যাচের পর ম্যাচ খেলে ইনজুরিতে পরতে হচ্ছে তাদের। আর এই বিষয়টি নিয়েই ক্ষোভ জানিয়েছেন বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবু কর্তোয়া।

ফিফার ভাবনায় রয়েছে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন। সেখানে আবার দলও বাড়াতে চাচ্ছে। আবার ক্লাব বিশ্বকাপে দল বাড়ানোর কথা ভাবছে তারা। অন্যদিকে, উয়েফাও নতুন নতুন পরিকল্পনা করছে।

ন্যাশনস কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর ক্ষোভ জানিয়ে কর্তোয়া বলেন, ‘আগামী বছর নভেম্বরে আমাদের বিশ্বকাপ। এরপর আমাদের খেলতে হবে জুন পর্যন্ত। আমরা ইনজুরি হতে যাচ্ছি। আমাদের কথা কেউ ভাবে না। মাত্র ৩ সপ্তাহ বিশ্রামের জন্য যথেষ্ট নয়। যদি আমরা কিছু না বলি তাহলে এটা চলতেই থাকবে।’

কর্তোয়া আরো বলেন, ‘উয়েফা এবং ফিফা খেলোয়াড়দের কোনো তোয়াক্কা করে না। তারা কেবল তাদের পকেটের চিন্তা করে। এখন আমরা শুনতেছি প্রতি বছর ইউরো এবং বিশ্বকাপ থাকবে। তাহলে কখন বিশ্রাম নিব আমরা? আমরা রোবট নই।’

 

সূত্রঃ কালের কণ্ঠ