বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফাল্গুন ও ভ্যালেন্টাইন্সে ‘বাংলালিংক ভাইব ফেস্ট’

Paris
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১০:৩০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেশের মোবাইল ফোন অপারেটর ও অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিশেষ সঙ্গীত উৎসব ‘বাংলালিংক ভাইব ফেস্ট’।

এই উদ্যোগে থাকছে তিনটি ভিন্ন আয়োজন। এগুলো হল– ‘বাংলালিংক ভাইব স্টুডিও’, ‘বাংলালিংক ভাইব ডে’ ও ‘বাংলালিংক ভাইব আওয়ার’।

এটি প্রতিষ্ঠানটির সঙ্গীত ভিত্তিক প্ল্যাটফর্ম ‘বাংলালিংক ভাইব’-এর অন্তর্ভুক্ত এ ধরনের প্রথম উদ্যোগ। জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর আকর্ষণীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ওয়েবভিত্তিক সঙ্গীত অনুষ্ঠান ‘বাংলালিংক ভাইব স্টুডিও’ শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। অন্যান্য জনপ্রিয় ও সম্ভাবনাময় শিল্পীরা এই প্ল্যাটফর্মে বছরব্যাপী সঙ্গীত পরিবেশনা করবেন।

বাংলালিংক-এর অফিসিয়াল ফেসবুক পেজে এই পরিবেশনাগুলো উপভোগ করা যাবে। নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৩-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘বাংলালিংক ভাইব ডে’। এই আয়োজনে জনপ্রিয় ব্যান্ডের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবে ক্যাম্পাসের শিল্পীরা।

ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চিরকুট, নেমেসিস, অ্যাভয়েডরাফা, আরবোভাইরাস ও অন্যান্য ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে পারবেন সঙ্গীতপ্রেমীরা। ওই আয়োজন দুটির পাশাপাশি থাকছে বাংলালিংকের একটি অভিনব উদ্যোগ।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি