‘ফাইটার রাজশাহী’র হয়ে মাঠে নামছে সৌম্য সরকার

নিজস্ব প্রতিবেদক:

ফাইটার রাজশাহী’ ক্লাবের হয়ে মাঠে নামছেন বাংলাদেশ জাতীয় দলের অল-রাউন্ডার সোম্য সরকার। এনিয়ে আজ  শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর দড়িখরবোনা এলাকায় রিথিন এন্টারপ্রাইজের কার্যালয়ে ‘ফাইটার রাজশাহী’ ক্লাবের খেলোয়াড় সৌম্য সরকারের জার্সি উন্মোচন করা হয়।

জার্সি উন্মোচন করেন- ‘ফাইটার রাজশাহী’ ক্লাবের সভাপতি এবং চেয়ারম্যান মো. তৌরিদ-আল-মাসুদ রনি।

এসময় তিনি সাংবাদিকদের জানায়, আমরা প্রতিটি খেলায় জিতেছি। আর আগামিকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ‘ফাইটার রাজশাহী’ ক্লাবের সাথে ‘কুমাড়পারা রাইডার্স’ ক্লাবের খেলা অনুষ্ঠিত হবে। যদিও এর আগে এই দলটিতে হারানো রেকর্ড রয়েছে টিম ‘ফাইটার রাজশাহী’র। প্রতিটি খেলায় জয়ী হয়ে বেশ ফুরফুরা মেজাজাজে রয়েছে ছেলেরা।

রাঙাপরী বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের রোড টু ফাইনাল ম্যাচ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা ১৫ মিনিট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দল নিয়েছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে, কুমারপাড়া রাইডার্স, ফাইটার রাজশাহী, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, মা অটো ব্রিকস, বাংলা ট্রাক ক্রিকেট একাডেমী ও এমএস এ্যাভেঞ্জারস। এই ছয়টি টিমের ৮৪ জন ক্রিকেটার অংশগ্রহণ করছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেনেন্ট জাতীয় দলের খেলোয়াড় ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, সাব্বির হোসেন রুম্মান, সাঞ্জামুল ইসলাম, সাকলাইন সজিব প্রমুখ খেলছেন।

স/অ