ফাইটার রাজশাহী’র জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক: শুরুটা টসে জয় দিয়ে। টসে জিতে টিম ফাইটার রাজশাহী ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টিম এমএস এভেঞ্জারকে। নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রানে গুটিয়ে যায় টিম এমএস এভেঞ্জার। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ২৬ রান করে হৃদয় হোসেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু গোল্ড কাপ টি-২০’ এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার দ্বিতীয় আর্ধে জয়ের লক্ষ্যে ১১৯ রানকে তাড়া করতে মাঠে নামে টিম ফাইটার রাজশাহী। যদিও ফুরফুরে মেজাজের দলটির কাছে ১১৯ রান খুব বেশি ছিলো না। কারণ দলটির পেছনে হারের লজ্জা নেই। খেলায় জয় পাওয়া দলটির কাছে বেশ সাহস জুগিয়েছে। শুধু জয় নয়, টিম ফাইটার রাজশাহীর আছে হ্যাটট্রিক জয়ের সুনামও। দলটি টানা চারটি ম্যাচ খেলে সবকটিতে জিতেছে। এমন জয়ে দলটির খেলোয়াড়দের আত্মবিশ্বাস হয়েছে আরও শক্তিশালী।

জয়ে লক্ষ্যে নেমে ১৮ ওভার ৫ বলে নির্ধারিত লক্ষে পৌঁছে যায় টিম ফাইটার রাজশাহী। তারা ১২২ রান করে জয়ী হয়। ১১৯ রানের টার্গেটে পৌঁছাতে খোয়া গেছে টিম ফাইটার রাজশাহীর ৫টি উইকেট। এ খেলায় দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ বলে ৩৬ রান করেছে আশরাফুল হক। এসময় দুইটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। খেলায় আশরাফুল হক ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন।

ফাইটার রাজশাহীর টিম ওনার তৌরিদ আল মাসুদ রনি জানান- এক ঝাঁক উদীয়মান তরুণ নিয়ে দল সাজিয়েছে। ছেলেরা দূর্দান্ত ফর্মে আছে। আমরা চারটি খেলেছি, সবকটিতে ছেলেরা ভালো করে। এছাড়া দুজন ফরেন খেলোয়ার দলে জায়গা পেয়েছে, তারাও অনেক ভালো কিছু দিচ্ছে দলকে।

স/জে