বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০১৭ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ফরহাদ মজহার অপহৃত হননি: আইজিপি

Paris
জুলাই ১৩, ২০১৭ ৭:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, ফরহাদ মজহার অপহৃত হননি। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।

বৃহস্পতিবার ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে শহীদুল হক এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘সেদিন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ১৮ ঘণ্টা চেষ্টার পর ফরহাদ মজহারকে উদ্ধার করে। এই সময় তিনি মোবাইল ফোনে নিজের স্ত্রী ফরিদা আখতারের সঙ্গে ১০ বার ও তার ভক্ত অর্চনা রানীর সঙ্গে ছয়বার কথা বলেছেন।’

শহীদুল হক বলেন, ‘গত ৩ জুলাই সন্ধ্যা ৭টার কিছু সময় আগে ফরহাদ মজহার খুলনার একটি মার্কেটের দোকান থেকে অর্চনা রানীকে দুই দফায় ১৩ হাজার ও ২ হাজার করে মোট ১৫ হাজার টাকা রকেটের মাধ্যমে পাঠান। এ থেকে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে, ওই নারীর টানেই তিনি বাসা থেকে বেরিয়ে যান।’

আইজিপি বলেন, ‘অর্চনা রানীর সঙ্গে যোগাযোগের কথা ফরহাদ মজহারের স্ত্রী নাও জানতে পারেন। সে জন্যই হয়তো ফরহাদ মজহার অপহরণের এই নাটক সাজিয়েছেন।’

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়