ফনী আতঙ্কের এক রাত পাড়ি দিল রাজশাহীবাসী

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় ‘ফণী’র আতঙ্কের এক রাত পাড় করলো রাজশাহীবাসী। রাজশাহীর ওপর দিয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ফণী’ অতিক্রম করার সময় বড় দুর্যোগ হলে কী অবস্থা দাঁড়াবে তা নিয়ে নানান শঙ্কা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে। যদিও আবহাওয়া অফিস আগে থেকেই সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়েছিলো। এছাড়া স্থানীয় প্রশাসন ও রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে সতর্কতা মূলক দিন নির্দেশনা দেওয়া হয়েছিলো।

এছাড়া আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে গভীর রাতের কোন এক সময় রাজশাহীতে আঘাত হানতে পারেঘূর্ণিঝড় ‘ফণী’। তার প্রভাবে দিনভর গুঁড়ি গুঁড়ি কখনো বা মুষলধারে, আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে শহর  ও এর আশপাশের এলাকায়। সঙ্গে বয়ে চলেছে দমকা হাওয়া। এরই মধ্যে শহরের প্রায় সব এলাকাই বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

তবে বৃষ্টির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে নতুন দুর্ভোগ। বেশ কিছু এলাকার রোড লাইটও রয়েছে বন্ধ। ফলে সেসব এলাকায় ভূতুড়ে অবস্থা বিরাজ করছে। এরই ওপর ভুক্তভোগীরা বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ফোন করেও কাউকে পাচ্ছেন না।

স/আ