ফখরুলের দুই মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বহাল

নাশকতার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা দুটি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন।

নাশকতার অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানায় ২০১২ সালের ৯ ডিসেম্বর  এবং রমনা থানায় ২০১৩ সালের ৩০ নভেম্বর করা পৃথক দুটি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্ট ২০১৭ সালের  ৭ নভেম্বর স্থগিতাদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিল রাস্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের এই আবেদন আজ নিষ্পত্তি করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

 

সূত্রঃ কালের কণ্ঠ