পয়েন্ট নেই, উইম্বলডন নিয়ে দ্বিধায় নাওমি ওসাকা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

রুশ ও বেলারুশের খেলোয়াড়দের খেলতে না দেওয়ায় উইম্বলডনে এবার পয়েন্ট থাকছে না। আর পয়েন্ট না থাকায় টুর্নামেন্টটিতে খেলবেন কী না; তা নিয়ে দ্বিধায় জাপানিজ টেনিস তারকা নাওমি ওসাকা। এখনও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি।

এটিপি ও ডব্লিউটিএর পয়েন্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেননি ওসাকা। তবে তিনি বলেছেন, পয়েন্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য ভালো। কিন্তু পয়েন্ট ছাড়া খেলা প্রদর্শনীর মতো লাগে তার। ভালো করার অনুপ্রেরণা কমে যায়।

২৪ বছরের নাওমি ওসাকা বলেন, পয়েন্টবিহীন উইম্বলডন খেলাটা প্রদর্শনীর মতো মনে হয় আমার কাছে। যদিও বিষয়টি সেরকম নয়। কিন্তু আমার মাথা এভাবেই ভাবছে। যখনই ভাবি খেলাটা প্রদর্শনীর মতো তখন নিজের শতভাগ দিতে পারি না। আমি এখনো খেলার বিষয়ে সিদ্ধান্ত নিইনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার না খেলার সম্ভাবনাই বেশি।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন