‘প্রয়াস বগুড়া’র ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ সেনবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস বগুড়া’ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া এরিয়ার ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এসইউপি, এডব্লিউসি, পিএসসি, জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন।

আজ সোমবার সকাল ১০ টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় এই ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ২৬ পদাতিক ব্রিগেড কমান্ডার এএফডব্লিউসি, পিএসি ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ উর্দ্ধতন পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক লে. কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদ সংক্ষিপ্ত ব্রিফিং প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুদের পাশে থেকে একজন পরিবারের সদস্য হিসেবে এদেরকে দেখভাল করতে হবে। এটি আবেগের বিষয়। প্রতিবন্ধী শিশুরা সঠিক সময়ে শিক্ষা পেলে তাদের শারীরিক ও মানুষিক বিকাশ ঘটবে। ‘প্রয়াস বগুড়া’ একটি মাইলফলক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে।

এ সময় উপস্থিত সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পরিচালনা পর্ষদ, মিডিয়াকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।