প্রেসিন্যান্সি টেস্টের মতই সহজ হবে ব্রিটিশ এই করোনা টেস্ট

সারাবিশ্ব কাঁপছে করোনা আতঙ্ক। করোনার টেস্টিং থেকে শুরু করে চিকিৎসা নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছে বিজ্ঞানীরা। এরই মধ্যে প্রাণঘাতী করোনার এক অ্যান্টিবডি টেস্ট নিয়ে এসেছে ব্রিটিশ বিজ্ঞানীর দল যাকে বলা হচ্ছে গেইম চেঞ্জার।

ব্রিটিশ বিজ্ঞানীরা এমন একটি পরীক্ষা পদ্ধতি চালু করেছে যাতে করে বলা হচ্ছে আগামী জুনের মধ্যে কাজে ফিরতে পারবে মানুষ। এরই  মধ্যে সরকার ৫ কোটি টেস্টিং কিট তৈরির অর্ডার দেওয়া হয়েছে।  এই টেস্টং পদ্ধতিতে ফিংগার প্রিকের সাহায্যে আঙ্গুল থেকে রক্ত নেওয়া হবে। এরপর ২০ মিনিটের মাথায় বলা সম্ভব হবে যে করোনা পজেটিভ নাকি নেগেটিভ। প্রেগন্যান্সি টেস্টর মত ফলাফলে যদি একটা দাগ উঠে তবে বুঝতে হবে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়েছে বা টেস্ট ব্যর্থ হয়েছে। আর যদি দুইটি দাগ থাকে তবে বুঝতে হবে অ্যান্টিবডি রয়েছে। স্বাস্থ্য মন্ত্রী লর্ড বেথেল বলছেন, আমি আশাবাদী যে করোনা লড়াই এ প্রভাব ফেলবে এই পরীক্ষা পদ্ধতিটি। তবে যেকোন মানুষকে দেওয়া ইমিউনিটি পাসপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনার মুখোমুখি করতে পারে।  কারণ করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির আবারো করোনায় আক্রান্ত হওয়ার সম্ভবনা আছে। ধারণা করা হচ্ছে আর কিছুদিনের মধ্যে অর্থাৎ গ্রীষ্মের শুরুতে ১০ লাখ টেস্টিং কিট উৎপাদন করা হবে। আর ৫ কোটি তৈরি হতে সময় লাগবে ১ বছর।

 

সুত্রঃ কালের কণ্ঠ