প্রেসিডেন্ট নির্বাচনে কেনিয়ায় ভোটগ্রহণ চলছে

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাইলা ওদিংগা এবং উইলিয়াম রুটো।

নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট কেনিয়াটা তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ওডিঙ্গাকে সমর্থন দিচ্ছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, কেনিয়ার সাধারণ নির্বাচন সামনে রেখে বেশ কয়েকটি বিষয় সামনে আসে। সেগুলো হলো- উচ্চ বেকারত্ব ও জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি।

৫ কোটি ৬০ লাখ জনসংখ্যা অধ্যুষিত দেশ কেনিয়ায়  রেজিস্ট্রার্ড ভোটারের সংখ্যা ২ কোটি ২০ লাখ। ভোটাররা দেশটির ৪৭ কাউন্টির ৪৬ হাজার ভোট কেন্দ্রে ভোট প্রদান করছেন।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন