শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রিয় ক্রিকেটারের নাম জানাতে গিয়ে লেজেগোবরে অবস্থা অভিনেত্রীর

Paris
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘মিস্টার এন্ড মিসেস মাহি’ সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। গত ৩১ মে শরণ শর্মা পরিচালিত ক্রিকেট ভিত্তিক এই সিনেমায় রাজকুমার রাও-এর বিপরীতে মহিমা চরিত্রে অভিনয় করেন জাহ্নবী।

ক্রিকেট ভিত্তিক এ সিনেমায় অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন ঠিকই কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এমন একটি ভিডিও, যেখানে পছন্দের ক্রিকেটারের নাম বলতে গিয়ে একেবারে লেজেগোবরে করে ফেললেন অভিনেত্রী।

ভিডিওটি কয়েক মাস আগের। যখন ‘মিস্টার এন্ড মিসেস মাহি’-এর প্রচার করছিলেন জাহ্নবী।

ভিডিওতে তিনটি ইন্টারভিউকে কোলাজ করে দেখানো হয়েছে। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, তিনটি ইন্টারভিউই একইদিনের কারণ অভিনেত্রী একই শাড়ি পরেছিলেন তিনটি ভিডিওতে। তিনটি সাক্ষাৎকারেই অভিনেত্রীকে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি একটি কমন প্রশ্ন করা হয়।

জাহ্নবীকে জিজ্ঞাসা করা হয়, ‘তার প্রিয় ক্রিকেটার কে?’ খুব অদ্ভুতভাবে তিনি একই দিনে তিনজন ক্রিকেটারের নাম উচ্চারণ করেন। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, জাহ্নবী নিজেকে মাহি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির ফ্যান বলছেন।

দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী নিজেকে রোহিত শর্মার ফ্যান জানাচ্ছেন এবং তৃতীয় সাক্ষাৎকারে তিনি নিজেকে বিরাট কোহলির ডাই হার্ড ফ্যান বলে উল্লেখ করেছেন।

একই দিনে তিনজন আলাদা আলাদা ক্রিকেটারের নাম বলায় স্বাভাবিকভাবেই মজা পেয়েছেন দর্শক।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এভাবেই মুড সুইং হয়’।

অন্য একজন লিখেছেন, ‘সবাইকেই সম্মান দিতে জানেন এই অভিনেত্রী।’

আরেকজন লিখেছেন, ‘সকলেই তার কাছে সমান।’

অভিনেত্রীর স্বপক্ষে কথা বলে একজন লিখেছেন, ‘তিনি বলেছেন ধোনি তার প্রিয়। রোহিতের তিনি ভক্ত। বিরাটের বিশাল বড় ভক্ত। তিনি পয়েন্ট করে উল্লেখ করে দিয়েছেন আলাদা আলাদা ক্রিকেটারকে তিনি কেমনভাবে দেখেন।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - বিনোদন